রাজারবাগ পীর এবং তার সম্পদের বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল
২৩ সেপ্টেম্বর ২০২১ ২০:০৪
ঢাকা: রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমান এবং দরবার শরিফের সম্পদের বিষয়ে তদন্ত করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। একইসঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।
আদালতে রাজারবাগ পীরের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে, গত ১৯ সেপ্টেম্বর রাজারবাগ দরবার শরিফের পীর এবং দরবার শরিফের সম্পদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে দুদকের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া আবেদনকারীদের মামলা প্রতারণামূলক কি না, সিআইডিকে তদন্ত করে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
রাজারবাগ দরবারের কালো তালিকভুক্ত সন্ত্রাসী সংগঠন আছে— জাতীয় মানবাধিকার কমিশনের এমন অভিমতের বিষয়ে তাদের জঙ্গিসম্পৃক্ততা আছে কি না, সে বিষয়েও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে তদন্ত করতে বলা হয়েছে।
এছাড়া রিট আবেদনকারীদের অযথা হয়রানি না করতেও নির্দেশ দেওয়া হয়।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর রাজারবাগের পীর সাহেব ও তার চক্রের দ্বারা দেশব্যাপী দায়েরকৃত গায়েবি মামলার অনুসন্ধানে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
আট ভুক্তভোগীর পক্ষে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিটকারীদের মধ্যে সাত বছরের শিশু, ভুক্তভোগী নারী, মুক্তিযোদ্ধা সন্তান, মাদরাসার শিক্ষক ও ব্যবসায়ী রয়েছেন।
সারাবাংলা/কেআইএফ/এমও