বঙ্গবন্ধুকে কটূক্তি করায় অবরোধ, ৪ ঘণ্টা পর সচল টঙ্গী
২৩ সেপ্টেম্বর ২০২১ ২০:২৩
টঙ্গী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বিরুদ্ধে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির একটি রেকর্ড ভাইরাল হয়েছে।
এ ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে টঙ্গীর স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিক্ষুব্ধরা প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।
এসময় নেতাকর্মীরা রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে সিটি করপোরেশনের মেয়রের বহিস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে সড়ক অবরোধ ছেড়ে দেওয়ার পরপরই তারা টঙ্গীর নতুন বাজার এলাকায় একই দাবিতে আবারও বিক্ষোভ শুরু করে রেললাইনে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটূক্তিকারী সিটি মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিস্কারের দাবি জানান।
সারাবাংলা/এমও