Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবাদ করাতেই মাতবররা ক্ষিপ্ত: নির্যাতিত কিশোর বাউল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩৮

বগুড়া: শিবগঞ্জ উপজেলায় বাউল দলের সঙ্গে গান গাওয়ার অপরাধে মেহেদী হাসান (১৬) নামে এক কিশোর বাউল শিল্পীর চুল কেটে ন্যাড়া করে দিয়েছে গ্রামের প্রভাবশালীরা। মাতবররা তাকে মারধরও করে। এসব নির্যাতনের বিষয়ে বাউল মেহেদী হাসান বলেন, ‘গ্রামের মন্ডলরা (মাতবর) তাকে এবং ওস্তাদদের সম্পর্কে খারাপ মন্তব্য করতেন। প্রতিবাদ করাতেই মন্ডলরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেছেন।’

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফোনে এসব কথা বলেন নির্যাতনের শিকার এই কিশোর। তিনি প্রশাসনের কাছে তার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন।

বিজ্ঞাপন

মেহেদী হাসান জানান, গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তিনি ঘরে জিকির করছিলেন। এসময় অতর্কিতভাবে ঘরে ঢুকে মন্ডলরা তাকে টেনে বের করে। এরপর জুড়ি মাঝপাড়া জামে মসজিদের ইমাম মোখলেসুর রহমানের কাছে ফোনে নেওয়া পরামর্শে মেশিন দিয়ে তার মাথা ন্যাড়া করে দেন। এরপর শরীরে জ্বর থাকা অবস্থায় তাকে গোসল করিয়ে কলেমা শাহাদত পাঠ করতে বাধ্য করেন।

তিনি আরও বলেন, ‘ফজলু মিয়া নামে এক আসামি বিছানার বালিশের নিচ থেকে দেড় হাজার টাকা চুরি করে নিয়ে যান। যাওয়ার আগে মন্ডলরা বাউল গান বন্ধ করতে নির্দেশ দেন। অন্যথায় তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি বাড়ি ছেড়ে ওস্তাদ মতিন বাউলের আশ্রয়ে চলে এসেছেন।’

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় পাঁচ মাতব্বরের বিরুদ্ধে মামলা করেন মেহেদী হাসান। ২১ সেপ্টেম্বর রাতে পুলিশ মাতবর শাফিউল ইসলাম খোকন, শিক্ষক মেজবাউল ইসলাম ও তারেক রহমানকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরদিন তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তবে ঘটনার পর থেকে বাউল মেহেদী হাসানের বাবা বেল্লাল হোসেন বলছেন, তার ছেলে বাউল গানের নামে ঘরে মূর্তিপূজা করতেন। তাই তিনি নিজে তার ছেলের মাথা ন্যাড়া ও তাকে কালেমা পড়িয়েছেন। এতে গ্রামের মন্ডলদের কোনো দোষ নেই।

এ বিষয়ে নির্যাতনের শিকার বাউল মেহেদী হাসান বলেন, ‘মন্ডলরা মামলা থেকে বাঁচতে তার বাবাকে হুমকি দিয়ে এসব বলতে বাধ্য করছেন। বর্তমানে তার পরিবারের সদস্যরা নিরাপত্তহীনতায় রয়েছেন।’

পুলিশ ইতোমধ্যে তিন জনকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। ধর্মীয় উসকানি না ছড়াতে এলাকায় পুলিশের পক্ষে মাইকিং করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নির্যাতনের শিকার বাউল মেহেদী হাসানের এজাহার অনুসারে তিন মাতবরকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে এখনও তদন্ত চলছে। অন্য দুইজনকে গ্রেফতারে অভিযান চলছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এছাড়া বাউল তার ওস্তাদদের সঙ্গে নিরাপদে আছে। সে দিনাজপুরে অনুষ্ঠানে যাবে বলেও জানায় পুলিশ।

সারাবাংলা/এমও

নির্যাতিত কিশোর বাউল প্রতিবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর