Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের কাজ ৮০% শেষ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২১ ০০:৫২

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের নির্মাণের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে সুপার স্পেশালাইজড হাসপাতালের সম্পূর্ণ কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হাসপাতাল পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। এদিন দুপুরে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কিউন সুপার স্পেশালাইজড হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

বিএসএমএমইউ উপাচার্য বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালের স্ট্রাকচারাল কার্যক্রম ১০০ শতাংশ, আর্কিটেকচারাল ও সিভিল ওয়ার্ক ৮৫ শতাংশ, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল কার্যক্রম ৮০ শতাংশ, হসপিটাল ইনফরমেশন সিস্টেমসহ (এইচআইএস) প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের ৬০ শতাংশ শেষ হয়েছে। সার্বিকভাবে হাসপাতালের কাজ শেষ হয়েছে ৮০ শতাংশ।

নির্মাণাধীন ৭০০ শয্যার দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম বিজয়ের মাস ডিসেম্বরের ১৬ তারিখ অর্থাৎ বিজয় দিবসের আগেই শেষ করার জোরালো নির্দেশ দেন বলে জানান উপাচার্য।

তিনি বলেন, বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালটি চালু হলে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা আরও কমে যাবে। এর মাধ্যমে দেশের চিকিৎসাসেবা খাত আরও একধাপ এগিয়ে যাবে। দেশের চিকিৎসাসেবার পাশাপাশি মেডিকেল শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এসময় রাষ্ট্রদূত লি জাং-কিউন বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর নামে সুপার স্পেশালাইজড হাসপাতাল শুধু বাংলাদেশ নয়, কোরিয়ার জন্যও অত্যন্ত গৌরব ও মর্যাদাপূর্ণ। হাসপাতালটি বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের উজ্জ্বল দৃষ্টান্ত বহন করবে। সবচেয়ে বড় কথা, সুপার স্পেশালাইজড হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণ সর্বাধুনিক উন্নত চিকিৎসাসেবা পাবেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন, যুগ্ম-সচিব আব্দুস সালাম খান, বিএসএমএমইউ উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, কোরিয়ান এক্সিম ব্যাংকের ঢাকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ জুন সিডাক, উপপ্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. নূর-ই- এলাহীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/টিআর

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর