সিআরবি বাঁচানোর দাবিতে দৌড় প্রতিযোগিতা
২৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৪
চট্টগ্রাম ব্যুরো: বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া বাতিল করে চট্টগ্রামের সিআরবির প্রাণ-প্রকৃতি বাঁচানোর দাবিতে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘চট্টলা রানার্স’ নামে একটি সংগঠন ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় নগরীর সিআরবির শিরীষতলা থেকে শুরু হয় প্রতিযোগিতা। সিআরবি থেকে শুরু হয়ে রেডিসন ব্লু, লালখান বাজার মোড়, টাইগার পাস মোড় হয়ে আবার সিআরবি পর্যন্ত মোট চারটি ল্যাপে শেষ হয় ১০ কিলোমিটারের এ দৌড়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে চট্টগ্রামের মোট ১১১ জন প্রতিযোগী অংশ নেন। এতে উন্মুক্ত বিভাগে প্রথম হয়েছেন শেখ নাহিদ উদ্দীন। দ্বিতীয় হয়েছেন হাসনাত সুমন, তৃতীয় হয়েছেন হানিফ ভূঁইয়া। সিনিয়র সিটিজেনের মধ্যে প্রথম হয়েছেন আনিসুর রহমান, দ্বিতীয় হয়েছেন আলী হোসাইন এবং তৃতীয় হয়েছেন প্রদীপ দেব।
দুই ক্যাটাগরিতে ৩ জন করে ৬ জনকে ক্রেস্ট দেওয়া হয়। প্রথম ১০ জনকে দেওয়া হয় সম্মাননা। এছাড়া নির্ধারিত ১০০ মিনিটের মধ্যে শেষ করা প্রত্যেক প্রতিযোগীকে মেডেল দেওয়া হয়।
বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন, চট্টলা রানার্সের অ্যাডমিন নৃপেন চৌধুরী, মজিবুর রহমান মনি।
স্বেচ্ছাসেবী পার্টনার হিসেবে ছিল এফএনএফ রাইডার্স।
সারাবাংলা/আরডি/এমও