চট্টগ্রামে ৭ চোরাই অটোরিকশাসহ গ্রেফতার ছয়
স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৩
২৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে চুরি করে হেফাজতে রাখা সাতটি অটোরিকশাসহ ছয় জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুসংলগ্ন চেকপোস্টে তাদের গ্রেফতার করা হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতার ছয়জন হলো- রাসেল (৩৪), নজরুল ইসলাম (৩৫), আব্দুর রশিদ (৩১), আওলাদ হোসেন (২৫), মোক্তার হোসেন (৩৭) ও আব্দুল গফুর (৪৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহ আমানত সেতু সংলগ্ন বাকলিয়ার বাকলিয়ায় চেকপোস্টে থামানোর সংকেত দেওয়ার পর চালকরা সংকেত অমান্য করে এগোতে থাকলে ধাওয়া করে আটক করা হয়। তারা নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া অটোরিকশাগুলো নম্বরপ্লেট বদল করে কেনাবেচা করে থাকেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
সারাবাংলা/আরডি/এমও