ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে নভেল করোনাভাইরাস শনাক্তকরণের জন্য আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিদেশগামী যাত্রীদের করোনা টেস্ট করার জন্য শুরু হতে যাওয়া আরটি-পিসিআর ল্যাব স্থাপন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী।
ইমরান আহমদ বলেন, ‘এমনিতে সময় অনেক লেগেছে, কিন্তু কাজের সময় খুব কম লাগছে। আজ রাতের মধ্যে ট্রায়াল রান করবে। আগামীকাল শনিবার থেকে হয়ত পুরো কার্যক্রম আরম্ভ হবে এবং এদিনই ফ্লাইট চালু হবে।’
তিনি বলেন, ‘আশা করি কোনো ধরনের গাফিলতি হবে না। তবে এটি মনিটরিং করার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এছাড়া একটি টিম গঠন করা হয়েছে, তারা বিষয়টি দেখবে।’
তিনি আরও বলেন, ‘র্যাপিড পিসিআর কিংবা নরমাল হোক, ব্যাপার হলো আরব আমিরাত সরকার কী চায় সেটাই বড় বিষয়। এটা তো আমাদের সমস্যা না। যেটা তারা চাইবে সেটাই হবে। বিষয় হলো দ্রুত চালু করা।’
সৌদি আরবের যাত্রীদের ভ্যাকসিনের বুস্টার ডোজ বিষয়ে মন্ত্রী বলেন, ‘সিনোফার্মের ভ্যাকসিন নেওয়া সৌদি আরবের যাত্রীদের বুস্টার ডোজের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। কবে নাগাদ বুস্টার ডোজ দেওয়া হবে সেটি তারাই বলতে পারবে।’