মিমের দাম ৬০ লাখ টাকা
২৫ সেপ্টেম্বর ২০২১ ১৬:০১
ইন্টারনেটে জনপ্রিয় একটি মিম ৭৪ হাজার মার্কিন ডলারে (প্রায় ৬০ লাখ টাকা) কিনেছে দুবাইভিত্তিক সঙ্গীত প্রযোজনা সংস্থা থ্রিজি মিউজিক। মিমটি নন ফানজিবাল টোকেন (এনএফটি) হিসেবে ডিজিটাল মুদ্রায় কেনা হয়েছে। খবর বিবিসি।
এটি দুই বছর বয়সী এক মেয়ের বিশেষ মুহূর্তের ছবি। ‘সাইড আইয়িং ক্লো’ নামের ওই ছবিতে দেখা যাচ্ছে, ক্লো ক্লেমকে চমক দেওয়ার জন্য ডিজনিল্যান্ডে নিয়ে যাওয়ার কথা জানায় তার মা। কিন্তু মায়ের কাছ থেকে এ কথা শোনার পর বিশেষ ভঙ্গিতে তাকিয়ে থাকে ক্লো, যেন সে যেতে ইচ্ছুক নয়।
ক্লোর মায়ের নাম কেটি, তাদের বাসা যুক্তরাষ্ট্রের উতাহ রাজ্যে। তিনি বিবিসিকে বলেছেন, তারা বাসা থেকে ওই নিলাম দেখেছেন। ছবিটি বিক্রি হওয়ায় তিনি অনেক খুশি হয়েছেন।
এনএফটি ২৫ ইথিরিয়ামে বিক্রি হয়েছে। এনএফটি কেনাবেচায় সাধারণত ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়। তবে ডিজিটাল সার্টিফিকেটের মালিকানা থাকলেও প্রতিনিধি ছাড়া ক্রেতারা এই ছবির কপিরাইট নিয়ন্ত্রণ করে।
প্রসঙ্গত, ২০১৩ সালে ক্লোর মা কেটি তার ইউটিউব চ্যালেনে একটি ভিডিও আপলোড করে। ওই ভিডিও থেকেই সাইড আইয়িং ক্লো- নামের এই এনএফটি নেওয়া হয়েছিল। চলতি বছর এনএফটিগুলো লাখ লাখ ডলারের মিম বিক্রি করেছে। গত ফ্রেরুয়ারি মাসে ‘নায়ান ক্যাট’নামে একটি এনএফটি তার নশাকার ৩০০ ইথেরিয়ামে বিক্রয় করেছিলেন। যার মূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার ডলার।
সারাবাংলা/এনএস