Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে ভিক্ষুদের জান্তাবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২১ ১৯:০১

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন দেশটির গণতন্ত্রপন্থি বৌদ্ধভিক্ষুরা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় ।

এর আগে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করে সামরিক বাহিনী। সে সময় তারা সু চির দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে বন্দি করেছিল। তবে জালিয়াতির অভিযোগ উড়িয়ে দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন। অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে প্রতিবাদের মুখোমুখি হচ্ছে মিয়ানমারের জান্তা সরকার।

এদিকে, মিয়ানমারে বৌদ্ধভিক্ষুরাও জান্তা সরকার এবং গণতন্ত্র ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছে। আন্দোলনকারীদের একজন বার্তা সংস্থা এএফপিকে বলেন, যারা সত্যকে ভালোবাসেন তারাই জনগণের পাশে রয়েছেন।

আন্দোলনে অংশ নেওয়া অপর এক ভিক্ষু বলেন, ঝুঁকি নিতেই হবে। নিজদেশে তারা আর নিরাপদ নন।

বিক্ষোভ থেকে তারা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির মুক্তিও দাবি করেন।

প্রসঙ্গত, ২০০৭ সালেও জ্বালানির দাম বাড়ায় মিয়ানমারের তৎকালীন জান্তা সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বৌদ্ধ ভিক্ষুরা।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর