Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার খুলছে ঢাবির গ্রন্থাগার, সীমিত পরিসরে চলবে পরিবহন

ঢাবি করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২১ ২০:২৬

ঢাবি: দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের দরজা খুলছে আগামীকাল। খুলে দেওয়া হচ্ছে বিজ্ঞান গ্রন্থাগারও। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শর্তসাপেক্ষে সীমিত পরিসরে পরিবহনও চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল রোববার (২৬ সেপ্টেম্বর) কেবল স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও পরিববহন ব্যবস্থা সীমিত আকারে খুলে দেওয়ার কথা আগে থেকেই ছিলো।

বিজ্ঞাপন

তবে করোনা পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে পাঁচদিন— রবি থেকে বৃহস্পতিবার খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো। এছাড়া কেন্দ্রীয় গ্রন্থাগারে ৯০০ জন এবং বিজ্ঞান গ্রন্থাগারে ৫০০ জন শিক্ষার্থী বসার ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক নাসির উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘ন্যূনতম একডোজ টিকা গ্রহণের প্রমাণ এবং বৈধ পরিচয়পত্র প্রদর্শনপূর্বক কেবল অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স ফাইনাল পরীক্ষার্থীরা গ্রন্থাগার ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কেন্দ্রীয় গ্রন্থাগারে ৯০০ জন ও বিজ্ঞান গ্রন্থাগারে ৫০০ জন শিক্ষার্থী বসার ব্যবস্থা করা হয়েছে।’

এছাড়া সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভাগ ও ইন্সটিটিউট পর্যায়ে গ্রন্থাগার/সেমিনারগুলোও আগামীকাল থেকে ব্যবহার করতে পারবেন শিক্ষার্থীরা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস সূত্র জানায়, লাইব্রেরিতে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গ্রন্থাগারে যাতায়াতের জন্য প্রতি রুটে একটি বাস আপ ট্রিপে এবং অন্য একটি বাস ডাউন ট্রিপে থাকবে।

বিজ্ঞাপন

পরিবহন অফিসের ব্যবস্থাপক কামরুল হাসান সারাবাংলাকে বলেন, ‘সীমিত পরিসরে কাল থেকে আমাদের বাসগুলো চলাচল করবে। প্রতি রুটে একটি বাস আপ ট্রিপে এবং একটি ডাউন ট্রিপে থাকবে এবং অবশ্যই এগুলো ব্যবহার করতে পারবেন শুধুমাত্র চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা।’

সারাবাংলা/আরআইআর/এমও

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির গ্রন্থাগার পরিবহন সীমিত পরিসর

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর