সঙ্গীতজ্ঞ পণ্ডিত বিজন চৌধুরীকে স্মরণ চট্টগ্রামে
২৫ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৯
চট্টগ্রাম ব্যুরো: ‘সঙ্গীতজ্ঞ পণ্ডিত বিজন চৌধুরী মার্গীয় সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্বদের মধ্যে অনন্য। তিনি দেশ-বিদেশের বহু পণ্ডিত ও গুণী শিল্পীদের সঙ্গে তবলা সঙ্গত করেছেন। প্রজ্ঞাবান বহুশিল্পীর মধ্যে নিজেকে একজন তবলাশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। দেশে অসংখ্য ছাত্র-ছাত্রী তৈরি করে গেছেন।’
পণ্ডিত বিজন চৌধুরীর ৮২তম জন্মদিন ও সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) নগরীর নন্দনকাননে ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে আনন্দী সঙ্গীত একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাণিসম্পদ দফতরের বিভাগীয় পরিচালক ডা. মো. রেয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির, পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী, একাডেমির সাধারণ সম্পাদক সুরজিৎ সেন, ড. অনিমেষ চক্রবর্তী, রাজীব দাশ, দিপেন চৌধুরী, রাজু দাশ গুপ্ত, আলমগীর আলম, বিশুতোষ তালুকদার।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উচ্চাঙ্গ সংগীত, আনন্দী সঙ্গীত অ্যাকাডেমির ২৫ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে ত্রিতালের তবলা লহড়া পরিবেশিত হয়।
সারাবাংলা/আরডি/এমও