যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত ৫০
২৬ সেপ্টেম্বর ২০২১ ১১:১১
যুক্তরাষ্ট্রে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির মন্টানা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরা।
লিবার্টি কাউন্টি শেরিফ অফিসের ডেস্প্যাচার কর্মকর্তা স্টার টাইলার সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, গতকালের ট্রেন দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। তবে তিনি এর চেয়ে আর বেশি কিছু বলেননি।
রেল যোগায়োগ পরিচালনাকারী প্রতিষ্ঠান আমট্রাক এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদিকে মন্টানার ডিজাজস্টার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের সমন্বয়কারী নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এতে একাধিক ব্যক্তি নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
ওই বিবৃতিতে আরও জানায়, জোপলিন শহরের কাছে গতকাল শনিবার স্থানীয় সময় বিকাল ৪টায় ট্রিনটির ৫টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রানটিতে ১৪৭ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন।
এতে আরও বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আহত যাত্রীদের পরিবহন এবং অন্যান্য যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে আমট্রাক।
তবে শনিবারের এই ট্রেন দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।
সারাবাংলা/এনএস