Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূবাইলে নিখোঁজের ১৫ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২১ ১১:৫৬

টঙ্গী: গাজীপুরের পূবাইলে নিখোঁজের ১৫ ঘণ্টা পর ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে পূবাইল থানাধীন মাজুখান গ্রামের সালাম মুন্সীর বাড়ির সামনে থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম মো. সিহাব (৬)। নিহত সিহাব গাজীপুর জেলার পূবাইল থানার মাজুখান গ্রামের মো. জুয়েলের ছেলে।

নিহতের পরিবার জানায়, সিহাব গত ২৫ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরই পূবাইলের বিভিন্ন এলাকায় মাইকিং করে নিখোঁজের পরিবার। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। নিখোঁজের ১৫ ঘণ্টা পর স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহতের বাবা মো. জুয়েল জানান, তার ছেলে নিখোঁজের পর তারা স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। সিহাবকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

পূবাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/একে

গাজীপুর শিশু হত্যা শিশুর মরদেহ

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর