দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে কোটি টাকার সোনা জব্দ
স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২১ ১২:০৯ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৯
২৬ সেপ্টেম্বর ২০২১ ১২:০৯ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৯
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে কোটি টাকার সোনা জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবীর।
তিনি জানান, শনিবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে যাত্রী আনোয়ার হোসেন শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এরপর এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দুবাই ফেরত যাত্রীর রেকটাম ও হাত ব্যাগ থেকে ১ কেজি ৫৮৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
সানোয়ারুল কবীর আরও জানান, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা। আটককৃত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করে থানায় প্রেরণ করা হয়েছে।
সারাবাংলা/এসজে/এএম