Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছ শিকারে ব্যস্ত পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৭

সাইবেরিয়ায় হাইকিং ও মাছ শিকারে ব্যস্ত সময় পার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেপ্টেম্বরের শুরুতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ সাইবেরিয়ায় অবকাশ যাপনে যান তিনি। রোববার (২৬ সেপ্টেম্বর) ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

চলতি মাসের মধ্যভাগে পুতিন জানিয়েছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত কয়েকজন ব্যক্তির সংস্পর্শে আসায় তাকে কয়েকদিন সেলফ আইসোলেশনে থাকতে হচ্ছে। আইসোলেশনে থাকায় তাজিকিস্তানে তার এক নির্ধারিত সফরও বাতিল করেছিলেন পুতিন।

ক্রেমলিনের তথ্যমতে, ওই আইসোলেশনে যাওয়ার আগে সাইবেরিয়ায় সময় কাটিয়েছিলেন পুতিন।

সাইবেরিয়ায় পুতিন হাইকিং এবং নদীতে মাছ শিকার করেন। এসময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

পুতিনের এমন সময় কাটানোর ২০টি ছবি প্রকাশ করেছে ক্রেমলিন। এসব ছবিতে দেখা গেছে নদীর পারে হাঁটার সময় প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে গল্প করছেন প্রেসিডেন্ট পুতিন।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর