Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে রোহিঙ্গাদের হাতে অপহৃত ৩ বাঙালি যুবক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৪

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে অপহরণ হওয়া তিন বাংলাদেশি যুবককে উদ্ধার করেছে র‍্যাব। রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের অপহরণ করেছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব এসব তথ্য জানিয়েছে। অপহৃত যুবকরা হলেন- নোয়াখালীর হাতিয়ার আজিজুল ইসলাম, নারায়ণগঞ্জের আড়াইহাজারের আল আমিন ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মুক্তার হোসেন মৃধা।

র‍্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গত ২৪ সেপ্টেম্বর কাজ দেওয়ার কথা বলে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের কাছে পাহাড়ের পাদদেশ থেকে টেকনাফের হ্নীলা এলাকায় ডেকে নিয়ে ওই তিন জনকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

তাদের স্বজনদের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। অপহরণ হওয়া আজিজুল ইসলামের ভাই হাসান মো. সায়েম বিষয়টি র‍্যাবকে জানায়। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় নয়াপাড়ার ওই পাহাড়ে অভিযান চালিয়ে এই ৩ জনকে উদ্ধার করা হয়। এদিকে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

অপহরণ হওয়া আজিজুলের ভাই টেকনাফ থানায় মামলা দায়ের করেছেন। অপহরণকারীদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

সারাবাংলা/এমও

৩ বাঙালি যুবক টেকনাফ রোহিঙ্গা র‍্যাব

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর