Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে কক্সবাজারে ২নং সতর্ক সংকেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩১

কক্সবাজার: ঘূর্ণিঝড় ‘গুলাবের প্রভাবে কক্সবাজারকে ২নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র সৈকত।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে কয়েক দফা বৃষ্টিপাত হয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বাতাসের চাপ আর পানির উচ্চতা।

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে কক্সবাজারকে ২নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় গুলাব কক্সবাজার থেকে ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছে।

তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হালকা অথবা মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

২নং সতর্ক সংকেত কক্সবাজার ঘূর্ণিঝড় গুলাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর