চবি মেডিকেল সেন্টারে ভ্যাকসিন প্রদান ২৮ সেপ্টেম্বর
২৬ সেপ্টেম্বর ২০২১ ২০:০১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা হাটহাজারী কেন্দ্রে ভ্যাকসিনের নিবন্ধন করেছেন, তাদের মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রক্টর রবিউল হাসান বলেন, আগামী ২৮ তারিখ বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা,কর্মচারী হাটহাজারী কেন্দ্রে ভ্যাকসিনের নিবন্ধন করেছেন তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। দ্বিতীয় ডোজ দেওয়া হবে না।
ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে ভ্যাকসিনের কার্ডের প্রিন্টেড দুই কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে। এসএমএস না আসলেও ভ্যাকসিন নেওয়া যাবে।
সারাবাংলা/সিসি/এসএসএ