সৌদি আরবগামীদের বুস্টার ডোজ বিষয়ে নেওয়া হবে হু’র পরামর্শ
২৬ সেপ্টেম্বর ২০২১ ২২:৪৬
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে অধিকাংশ কেন্দ্রে দেওয়া হচ্ছে চীনের সিনোফার্মের ভ্যাকসিন। সম্প্রতি সৌদি আরব সরকার জানিয়েছে দেশটিতে ভ্রমণ করতে হলে সিনোফার্মের ভ্যাকসিন গ্রহণকারীদের বুস্টার ডোজ নিতে হবে। এক্ষেত্রে তাদের অনুমোদিত ফাইজার বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, মডার্না ও জনসনের ভ্যাকসিন দিতে হবে বুস্টার ডোজ হিসেবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুতই এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হবে।
তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী। তারা এখন পর্যন্ত বুস্টার ডোজের কোনো নির্দেশনা দেয়নি। তবে সৌদি আরবগামীদের যদি বুস্টার ডোজ লাগে আমরা অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নেবো।’
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেশের করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন কার্যক্রম নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
সিনোফার্মের ভ্যাকসিন নিয়ে সৌদি আরবে যেতে বুস্টার ডোজ লাগবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এ বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জানানো হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনও বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এক্ষেত্রে তাদের বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে? জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশে ভ্যাকসিন কার্যক্রম চলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা মেনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও বুস্টার ডোজের বিষয়ে নির্দেশনা দেয়নি। সৌদি আরবে যেতে বুস্টার ডোজ লাগলে ডব্লিউএইচও’র সঙ্গে যোগাযোগ করা হবে। সে দেশে যাওয়ার বিষয়ে প্রবাসীদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”
তিনি বলেন, ‘যদি সৌদি আরবে যেতে বুস্টার ডোজের প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে অবশ্যই আমরা বিষয়টি বিবেচনা করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ যেখানে কথা বলা প্রয়োজন বলব। আমাদের কর্মীরা যাতে কষ্ট না পান এবং তাদের সৌদি আরবে যাওয়ার যে শর্ত সেটি যেন তারা পূরণ করতে পারেন; সে বিষয়ে আমরা তাদের পূর্ণ সহযোগিতা দেবো।’
এর আগে গত ৬ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ সারাবাংলাকে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চারটি ভ্যাকসিনের সঙ্গে সিনোফার্ম এবং সিনোভ্যাককে যুক্ত করেছে সৌদি আরব সরকার। চীনের ভ্যাকসিন নিলে দেশটিতে যাওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, তারা সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ করা ব্যক্তিদের সে দেশে প্রবেশের সুযোগ দিতে পারে। তবে সেক্ষেত্রে দেশটিতে ইতোমধ্যে অনুমোদিত হয়ে থাকা চারটি ভ্যাকসিনের যেকোনো একটির বুস্টার ডোজ হিসেবে নিতে হবে। অর্থাৎ যারা চীনের ভ্যাকসিন নেবেন, তাদের একটি অতিরিক্ত ডোজ নেওয়া লাগবে।’
তিনি বলেন, ‘সৌদি আরবে চারটি ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়েছে। সেগুলো হলো ফাইজার বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, মডার্না ও জনসনের ভ্যাকসিন। এখন যারা সৌদি আরব যাবে তাদের এই চারটির যেকোনো একটির প্রাপ্যতা সাপেক্ষে বুস্টার ডোজ নিতে হবে। বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুতই এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হবে।’
ইমরান আহমেদ বলেন, ‘আমাদের দেশে ঢাকার বাইরে বেশি দেওয়া হয়েছে সিনোফার্মের ভ্যাকসিন। যদি তাদের মাঝে কেউ সৌদিআরবগামী হয়ে থাকেন তবে বিবেচনা করে তাদের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে। এক্ষেত্রে তাদের পাসপোর্ট, টিকিট এবং ভ্যাকসিন কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।’
সারাবাংলা/এসবি/এমও