Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মানির নির্বাচন: বামঘেঁষা দলগুলো কিছুটা এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১ ০২:২৭

ঢাকা: জার্মানির জাতীয় নির্বাচনে বুথ ফেরত জরিপ বলছে, অ্যাঙ্গেলা মের্কেলের রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ) ও প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি (এসপিডি) প্রায় সমান সংখ্যক ভোট পেতে যাচ্ছে।

সর্বশেষ বুথ ফেরত জরিপের ফলাফল উল্লেখ করে ডয়েচেভেলের খবরে বলা হয়েছে, বাম ঘরনার মধ্যপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ২৫.৭ শতাংশ ভোট পেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। অন্যদিকে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ) এ পর্যন্ত ২৪.৬  শতাংশ ভোট পেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে।

বিজ্ঞাপন

পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিনস তাদের ইতিহাসের সর্বোচ্চ ভোট পাওয়ার পথে রয়েছে। বুথ ফেরত জরিপে পাওয়া পূর্বাভাস অনুযায়ী দলটি ১৪.৪ শতাংশ ভোট পেতে যাচ্ছে। ব্যবসায়ীবান্ধব রাজনৈতিক দল ফ্রি ডেমোক্রেট ১১.৭ শতাংশ ভোট পেতে যাচ্ছে। এছাড়া কট্টর ডানপন্থী দল এএফডি ১০.৭ শতাংশ এবং সোশ্যালিস্ট লেফট পার্টি পেতে যাচ্ছে ৫ শতাংশ ভোট।

পূর্বাভাস বলছে, নির্বাচনে ভোট বেড়েছে বামঘেষা মধ্যপন্থী দলগুলোর। সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি এবং গ্রিন উভয়ই বাম ঘরনার মধ্যপন্থী দল। এ দুই দল মিলে মোট ৪০ শতাংশের বেশি ভোট পেতে যাচ্ছে। দুটি দলেরই গতবারের নির্বাচনের চেয়ে ভোট বেড়েছে।

অন্যদিকে রক্ষণশীল ঘরনার দলগুলোর ভোট এবার কমেছে। অ্যাঙ্গেলা মের্কেলের দল গত নির্বাচনের চেয়ে প্রায় আট শতাংশ ভোট কম পাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দলটি সবচেয়ে খারাপ ফলাফল পেতে যাচ্ছে এবার।

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর এবার জার্মানির চ্যান্সেলর পদে আর লড়বেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন অ্যাঙ্গেলা মের্কেল। এবারের নির্বাচনে মূলত তারই উত্তরসূরি ঠিক করছেন জার্মানির ভোটাররা। চ্যান্সেলর পদের জন্য এবার তিন জন প্রার্থী লড়াই করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর