Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসল্যান্ডের পার্লামেন্টে সাড়ে ৪৭ শতাংশ নারী

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১ ০৯:২০ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ১৭:৪৯

আইসল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে ৬৩ আসনের মধ্যে ৩০টিতে নারী প্রার্থীরা জয় পেয়েছেন। শতাংশের হিসাবে যা ৪৭.৬। এর আগে, প্রাথমিক ভোট গণনায় দেখা যায় পার্লামেন্টের ৫২ শতাংশ আসনে নারীদের দখলে। পুনরায় ভোট গণনায় তিন আসনে ফলাফল পরিবর্তিত না হলে, আইসল্যান্ড ইউরোপের প্রথম দেশ হিসেবে নারী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট গঠন করার পথে এগিয়ে যাচ্ছিল।

ইউরোপের দেশগুলোর মধ্যে সুইডেনের পার্লামেন্টে নারীর প্রতিনিধিত্ব ৪৭ শতাংশের কাছাকাছি।

বিজ্ঞাপন

এদিকে, আইসল্যান্ডের পার্লামেন্টে নারীদের জন্য সংরক্ষিত কোনো আসন না থাকলেও রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন অনুসারে আইসল্যান্ড টানা ১২ বছর লিঙ্গ সমতায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে।

১৯৬১ সাল থেকে আইসল্যান্ডে নারী-পুরুষের সমান বেতন কাঠামো প্রতিষ্ঠিত রয়েছে। ১৯৮০ সালে দেশটিতে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন।

প্রসঙ্গত, পার্লামেন্টে নারীর প্রতিনিধিত্বের দিক থেকে শীর্ষে রয়েছে রুয়ান্ডা। দেশটির নিম্নকক্ষ পার্লামেন্টের ৬১.৩ শতাংশ সদস্য নারী। কিউবার পার্লামেন্টে ৫৩.৪ শতাংশ নারী রয়েছেন। নিকারাগুয়ায় নারী এমপি ৫০.৬ শতাংশ। মেক্সিকো এবং সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্টে মোট সদস্যের ৫০ শতাংশ নারী।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর