Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভীর নিম্নচাপে পরিণত হয়েছে গুলাব

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২১ ১০:০৬

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় গুলাব গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে ক্রমশ দুর্বল হতে হতে গভীর নিম্নচাপে রূপ নেয় গুলাব। এ পরিস্থিতিতে বাংলাদেশের ওপর থেকে গুলাবের প্রভাব কেটে যাওয়ায় সমুদ্রবন্দরগুলো থেকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে নিতে বলা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপ হিসেবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং এর কাছাকাছি দক্ষিণ উড়িষ্যায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে।

এমন পরিস্থিতিতে চট্টগ্রাম-কক্সবাজার-মোংলা-পায়রা সমুদ্রবন্দরের দুই নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা, ট্রলারকে সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদফতর।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় গুলাব রোববার (২৬ সেপ্টম্বর) মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ এবং উড়িষ্যা উপকূলে আঘাত হানে।

সারাবাংলা/জেআর/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর