Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না ইতালি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১ ১০:৫৪

ফাইল ছবি

আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখলের পর গঠন করা তালেবান জঙ্গিগোষ্ঠীর অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অবস্থানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান তালেবান মন্ত্রীদের মধ্যে ১৭ জন সন্ত্রাসী রয়েছে। আর নারী ও মেয়ে শিশুদের মানবাধিকার প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে। এ কারণে, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া ইতালির পক্ষে অসম্ভব।

পাশাপাশি, বৈদেশিক সাহায্যের অর্থ আফগান জনগণের ফেরত পাওয়া উচিত বলেও জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটির যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় বিমান চলাচল। দেশটিতে ফের সব আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে বিভিন্ন এয়ারলাইন্সকে অনুরোধ করেছে তালেবান।

এ ব্যাপারে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখী বলেন, আন্তর্জাতিক ফ্লাইট সেবা চালু না হওয়ায় বিদেশে অবস্থানরত আফগান নাগরিক এবং দেশে অবস্থানরত সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সমস্যায় পড়েছেন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য কাবুল বিমানবন্দরের সকল সমস্যার সমাধান করা হয়েছে। এখন আফগান সরকার বিভিন্ন এয়ারলাইন্সগুলোকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিচ্ছে।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর