Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেসব হ্যান্ডসেটে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১ ১৪:২৮ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি বছরের নভেম্বর থেকে কিছু কিছু হ্যান্ডসেটে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপের সেবা।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে হ্যান্ডসেট মডেলগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডের মোবাইল ফোনগুলোর ক্ষেত্রে ভার্সন ৪.০.৩ বা তার নিচের মডেলগুলোতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। একইসঙ্গে, আইফোনের ক্ষেত্রে আইওএস ৯ বা তার চেয়ে পুরাতন মডেলগুলোতেও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপ প্রকাশিত তালিকায় রয়েছে: স্যামসাং (গ্যালাক্সি ট্রেন্ড লাইট, গ্যালাক্সি ট্রেন্ড টু, গ্যালাক্সি এস টু, গ্যালাক্সি এস থ্রি মিনি, গ্যালাক্সি এক্স কভার টু, গ্যালাক্সি কোর, গ্যালাক্সি এস টু), এলজি (লুসিড টু, অপটিমাস এফ ৭, অপটিমাস এফ ৫, অপটিমাস এল থ্রি ডুয়াল) জেডটিই, হুয়াওয়ে, সনি, অ্যালকাটেল। এর বাইরেও রয়েছে আইফোন এসই, আইফোন সিক্স এস।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর