পাহাড়সম সাফল্য অর্জন করেছি: পরিকল্পনা প্রতিমন্ত্রী
২৭ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩২
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে পরিকল্পনামাফিক এগিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন পরিকল্পনায় দেশ এগিয়ে যাচ্ছে। আমরা পাহাড়সম সাফল্য অর্জন করেছি।’
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনা: নেতৃত্ব, মানবিকতা ও দূরদৃষ্টি’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে পরিকল্পনামাফিক এগিয়ে নিয়েছেন। তার স্বপ্ন শুধু একুশে সীমাবদ্ধ থাকেনি, বলেছেন আমরা উন্নত দেশ হবো। ৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে। বাংলাদেশে অশিক্ষা থাকবে না, দারিদ্র শূন্যে নেমে আসবে।’
প্রধানমন্ত্রীর সাফল্যকে ধরে রাখতে কিংবা তা স্থিতিশীল রাখতে একটি শুদ্ধি অভিযান প্রয়োজন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সেই অভিযান শুরু হয়েছে। আমাদের লক্ষ্য রাখতে হবে দল (আওয়ামী লীগ) যেন উগ্রতার শিকার না হয়। দেশে দুর্নীতি যেন না বাড়ে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। কোনভাবেই দল যেন জনগণের সহানুভূতি না হারায়। ৭৫ থেকেও আমাদের শিক্ষা নিতে হবে।’
বাংলাদেশ কলামিস্ট ফোরামের আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।
সারাবাংলা/ইএইচটি/এমও