‘শুধু স্বাধীনতা বিরোধীরা শেখ হাসিনার অর্জন স্বীকার করে না’
২৭ সেপ্টেম্বর ২০২১ ২০:১১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশ আজ উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে। জাতিসংঘসহ বিশ্ব নেতৃত্ব শেখ হাসিনার অর্জনকে স্বীকৃতি দিয়েছেন। অথচ দেশে রাজনৈতিক প্রতিপক্ষ প্রধানমন্ত্রীর অর্জনকে স্বীকার করেন না। কারণ তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত স্বাধীনতা বিরোধী অপশক্তি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনকে সামনে রেখে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে শিশু শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চসিক মেয়র এসব কথা বলেন। নগরীর চান্দগাঁও এনএমসি স্কুল মিলনায়তনে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠান হয়েছে।
মেয়র রেজাউল করিম চৌধুরী আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন। আর তার কন্যা শেখ হাসিনা দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। করোনা মোকাবেলা এবং দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে রোল মডেলের স্বীকৃতি পেয়েছেন। যারা একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে নিন্দা করত, তারাই এখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে।’
রেডক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর এসরারুল হক ও আশরাফুল আলম এবং এনএমসি স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম সিদ্দিকী।
সারাবাংলা/আরডি/এনএস