এইচএসসি পরীক্ষা ঘিরে যে ১১ নির্দেশনা বোর্ডের
২৭ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৮
এ বছরের উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটেছে। ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করে প্রকাশ করা হয়েছে পরীক্ষার রুটিন। তবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের জন্য বিশেষ ১১ দফা নির্দেশনাও দেওয়া হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। সেই রুটিনের সঙ্গেই এসেছে ১১ দফা নির্দেশনা।
নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে গিয়ে আসন নিতে হবে। আর দেড় ঘণ্টার পরীক্ষায় প্রথমে বহুনির্বচনি (এমসিকিউ) ও পরে সৃজনশীল/ রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সকাল ১০টায় অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় বিতরণ করা হবে বহুনির্বাচনি প্রশ্নপত্র। সকাল ১০টা ১৫ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ করে সৃজনশীল অংশের প্রশ্নপত্র বিতরণ করা হবে।
আরও পড়ুন- জেনে নিন এসএসসি ও এইচএসসিতে কোন বিষয়ের পরীক্ষা কবে
অন্যদিকে দুপুর ২টায় অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ করা হবে। দুপুর ২টায় বিতরণ করা হবে বহুনির্বাচনি প্রশ্নপত্র। দুপুর ২টা ১৫ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ করে সৃজনশীল অংশের প্রশ্নপত্র বিতরণ করা হবে।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা তাদের কাছে সরবরাহ করা তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। এ ক্ষেত্রেরা পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে উল্লেখ করা বিষয়েই কেবল অংশ নিতে পারবে।
পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক খাতার (নোটবুক) অংশে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার নম্বর দিয়ে সেগুলো ২০২২ সালের ৩ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক খাতার নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠিয়ে দেবে।
শিক্ষা বোর্ড বলছে, কোনো পরীক্ষার পরীক্ষা নিজ বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানে হবে না। পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে না। পরীক্ষার্থী বা অন্য কোনো ব্যক্তির জন্য পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কেবল কেন্দ্র সচিব ফিচার ফোন ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন- ১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা
এদিকে, এইচএসসি পরীক্ষার সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত যেসব পরীক্ষা হবে তার মধ্যে রয়েছে— ২ ডিসেম্বর পদার্থবিজ্ঞান ১ম পত্র, ৫ ডিসেম্বর যুক্তিবিদ্যা ১ম পত্র, ৬ ডিসেম্বর পদার্থবিজ্ঞান ২য় পত্র, ৭ ডিসেম্বর যুক্তিবিদ্যা ২য় পত্র, ৮ ডিসেম্বর রসায়ন ১ম পত্র, ৯ ডিসেম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১ম পত্র, ১২ ডিসেম্বর রসায়ন ২য় পত্র, ১৩ ডিসেম্বর ইতিহাস ও ইসলামের ইতিহাস ২য় পত্র, ১৫ ডিসেম্বর জীববিজ্ঞান ও উচ্চতর গণিত ১ম পত্র, ১৯ ডিসেম্বর পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, ২০ ডিসেম্বর জীব বিজ্ঞান ও উচ্চতর গণিত ২য় পত্র, ২১ ডিসেম্বর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, ২২ ডিসেম্বর ভূগোল ১ম পত্র, ২৩ ডিসেম্বর ভূগোল ২য় পত্র, ২৭ ডিসেম্বর অর্থনীতি ১ম পত্র, ২৮ ডিসেম্বর সমাজবিজ্ঞান, সমাজকর্ম ১ম পত্র, ২৯ ডিসেম্বর অর্থনীতি ২য় পত্র, ৩০ ডিসেম্বর সমাজবিজ্ঞান ও সমাজকর্ম ২য় পত্রের পরীক্ষা।
অন্যদিকে দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত যেসব পরীক্ষা হবে তার মধ্যে রয়েছে— ২ ডিসেম্বর সাধারণ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, লঘু সংগীতের প্রথম পত্রের পরীক্ষা, ৫ ডিসেম্বর হিসাব বিজ্ঞান ১ম পত্র, ৬ ডিসেম্বর সাধারণ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, লঘু সংগীতের ২য় পত্র, ৭ ডিসেম্বর হিসাব ২য় পত্র, ৮ ডিসেম্বর শিশু বিকাশ ১ম পত্র, উচ্চাঙ্গ সঙ্গীতের ১ম পত্র, ৯ ডিসেম্বর উৎপাদন ব্যবস্থা, ফিন্যান্স ১ম পত্র, ১২ ডিসেম্বর শিশু বিকাশ ও উচ্চাঙ্গ সংগীতের ২য় পত্র, ১৩ ডিসেম্বর উৎপাদন, ফিন্যান্স ব্যাংকিং বীমা ২য় পত্র, ১৫ ডিসেম্বর গৃহ ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষার ১ম পত্র, ১৯ ডিসেম্বর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার ১ম পত্র, ২০ ডিসেম্বর গৃহব্যবস্থাপনা ও ইসলাম শিক্ষা ২য় পত্র, ২১ ডিসেম্বর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র, ২২ ডিসেম্বর আরবি ১ম পত্র, ২৩ ডিসেম্বর আরবি ২য় পত্র, ২৭ ডিসেম্বর ব্যবহারিক শিল্পকলা এবং বস্ত্র পোশাক শিল্প ১ম পত্র, ২৮ ডিসেম্বর ক্রীড়া ১ম পর্ব, ২৯ ডিসেম্বর ব্যবহারিক শিল্পকলা এবং বস্ত্র পোশাক শিল্প ২য় পত্র, ৩০ ডিসেম্বর ক্রীড়া ২য় পর্বের পরীক্ষা।
ফাইল ছবি
সারাবাংলা/টিআর