Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২১ ০০:০২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকায় শিরিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নিহতের স্বামী রিকশাচালক ওয়াসিমকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে কদমতলী থানার নতুন শ্যামপুর ১৪০ নম্বর বাসায় এই ঘটনা ঘটে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে রিকশাচালক ওয়াসিম তার স্ত্রী শিরিনকে কুপিয়ে হত্যা করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। ঘটনার পরপরই এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় শিরিনকে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি আরও জানান, ঘটনার পর পরই এলাকাবাসী ওয়াসিমকে আটক করে পুলিশে দেয়। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য কাজ করছে পুলিশ।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

খুন পারিবারিক কলহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর