Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২১ ১০:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: শান্তিগঞ্জে বসতঘরে ঢুকে মুখে বেঁধে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক ইমন মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য তেরাই মিয়া কিশোরীর ভাইয়ের বরাত দিয়ে সারাবাংলাকে জানান, সোমবার রাতে গোসল করছিল ওই কিশোরী। এ সুযোগে বসতঘরে ঢুকে ইমন ওই কিশোরীকে ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে গেলে ইমন পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে ঘটনাটি শান্তিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। ওই কিশোরীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শান্তিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, ‘কিশোরীর পরিবার আমাদের থানায় বিষয়টি জানিয়েছে। আমরা পুলিশ পাঠিয়েছি। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। তাকে জিজ্ঞাসবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

কিশোরীকে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর