Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোস্টগার্ডের অভিযানে ৫০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২১ ১২:৪০

বরিশাল: মেহেন্দিগঞ্জের মেঘনা নদী ও ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান।

তিনি জানান, সোমবার রাতে ভোলা সদর উপজেলাধীন ইলিশা ফেরিঘাট এলাকায় এমভি কনকচাঁপা ফেরিতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে বস্তাবোঝাই ২০ লাখ মিটার ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাসংলগ্ন মেঘনা নদী থেকে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি বোট থেকে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি ৫০ লাখ টাকা।

জব্দ করা সব জাল মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সারাবাংলা/এমও

কারেন্ট জাল কোস্টগার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর