Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্যমাত্রা পূরণ না হলে কালও চলবে ভ্যাকসিন প্রয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৬

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য অধিদফতর ৭৫ লাখ ডোজ ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত জানায় ক্যাম্পেইনের মাধ্যমে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, ক্যাম্পেইনের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা (৭৫ লাখ) পূরণ না হলে আগামীকালও (২৯ সেপ্টেম্বর) চলবে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। পাশাপাশি অব্যাহত থাকবে নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে এই ক্যাম্পেইন শুরু হয় দেশের সকল কেন্দ্রে। এ দিন রাজধানীর ধানমন্ডির ৮/এ সপ্তডিঙ্গা রেস্টুরেন্ট সংলগ্ন ভ্যাকসিন কেন্দ্র পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন চলছে আজ। কোথাও যদি লক্ষ্যমাত্রা পূরণ না হয় তাহলে আগামীকালও এ কর্মসূচি অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিনদানের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা (৭৫ লাখ) পূরণ না হবে ততক্ষণ কর্মসূচি চলবে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত প্রতিটি ভ্যাকসিনই মানসম্মত। ফলে এ ভ্যাকসিনের মান নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।

দেশের নাগরিকরাই ফাইজারের ভ্যাকসিন পাবে জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, দেশের নাগরিকরাই এ ভ্যাকসিন পাবেন। তবে যেসব দেশে ফাইজারের ভ্যাকসিন ছাড়া যাওয়া যায় না সেসব দেশের প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে এ ভ্যাকসিন দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেবরিনা ফ্লোরাসহ অন্যান্যরা।

সারাবাংলা/এসবি/এসএসএ

ভ্যাকসিন প্রয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর