Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর জন্মদিনে বুড়িগঙ্গায় নৌকা বাইচ

লোকাল করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৩ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ০০:১৬

কেরানীগঞ্জ (ঢাকা): প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গায় হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। মোট ১১টি দল এই নৌকা বাইচে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বুড়িগঙ্গায় অনুষ্ঠিত হয় এই নৌকা বাইচ। এর আয়োজনে ছিল নৌপরিবহন মন্ত্রণালয়। নৌকা বাইচ শেষে কামরাঙ্গীরচরে সুধী সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে লেজার শো করা হয়, সঙ্গে ওড়ানো হয় ফানুস। নৌকা বাইচে ৬০ মাঝি নৌকা বাইচে শেখবাড়ী দল প্রথম, সোনারতরী দল দ্বিতীয় ও জয় বাংলা দল তৃতীয় হয়। অন্যদিকে ১২ মাঝি নৌকা বাইচে মারুফ খানের দল প্রথম, হামিদ আলীর দল দ্বিতীয় ও খায়রুল ইসলামের দল তৃতীয় হয়। মোট ১১টি দল নৌকা বাইচে অংশ নেয়।

সুধী সমাবেশ ও পুরস্কার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস‍্য হাজী মো. সেলিম, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান আব্দুল হামিদ এবং অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ’র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক।

ছবি: হাবিবুর রহমান

সারাবাংলা/টিআর

নৌকা বাইচ বুড়িগঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর