Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় বৃ‌দ্ধের গলাকাটা লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২১ ১৪:১৮

প্রতীকী ছবি

ভোলা: দৌলতখান উপ‌জেলার দ‌ক্ষিণ জয়নগর ইউ‌নিয়‌নের ৯ নম্বর ওয়া‌র্ড এলাকায় সুপা‌রি বাগান থে‌কে মো. আব্দুল সাত্তার (৬৫) না‌মে এক বৃ‌দ্ধের গলাকাটা লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার (২৯ সে‌প্টেম্বর) সকা‌লে ওই এলাকা থে‌কে তার লাশ উদ্ধার করা হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, নিহত আব্দুল সাত্তারের বসত ঘ‌রের পা‌শের এক‌টি বড় সুপা‌রি বাগান র‌য়ে‌ছে। ওই বাগা‌নের সুপা‌রি চু‌রি হ‌য়ে যাওয়ার ভ‌য়ে সেখা‌নে তি‌নি প্রতি‌দিন রা‌তে সুপা‌রি পাহারা দেওয়ার জন্য ঘুমাতেন। গতকাল মঙ্গলবার রা‌তেও তি‌নি সুপা‌রি বাগা‌নে ঘুমান। সকা‌লের দি‌কে বাগা‌নে তার গলাকাটা লাশ দেখ‌তে পে‌য়ে স্থানীয়রা পু‌লি‌শে খবর দেন।

ওসি মো. বজলার রহমান জানান, খবর পে‌য়ে আমরা ঘটনাস্থ‌লে পৌঁছে গলাকাটা লাশ উদ্ধার ক‌রে‌ছি। ধারণা করা হচ্ছে কোনো ধারা‌লো ছুরি দি‌য়ে তার গলা কাটা হ‌য়ে‌ছে। ত‌বে কী কার‌ণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটা জানার জন্য তদন্ত চল‌ছে।

সারাবাংলা/এসএসএ

গলাকাটা লাশ উদ্ধার

বিজ্ঞাপন

বিবেকের খাঁচায় বন্দি সবাই
১২ এপ্রিল ২০২৫ ১৫:১৭

আরো

সম্পর্কিত খবর