Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদের মাঠে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে খাদেমের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২১ ১৪:২৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ঈদগাহ মসজিদ মাঠে বৈদ্যুতিক মেশিন দিয়ে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের খাদেম মারা গেছেন। তার নাম আতিকুল ইসলাম (৫০)।

বুধবার (২৯সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা একটার দিকে মৃত ঘোষণা করেন।

মসজিদের ইঞ্জিনিয়ার আব্দুল জলিল মিয়া জানান, আতিকুল বৈদ্যুতিক মেশিন দিয়ে মসজিদের মাঠের ঘাস কাটার সময় মেশিন থেকে বিদ্যুস্পৃষ্ট হন। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল জলিল আরও জানান, প্রায় ৬ বছর ধরে আতিকুল ওই মসজিদের খাদেম হিসেবে কাজ করতেন। খাদেম আতিকুলের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায়। বাবার নাম মৃত মণ্ডল ভূঁইয়া। তার পরিবারের সবাই গ্রামের বাড়িতে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর