Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন কিশিদা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫৭

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট পদের নির্বাচনে জয়ী হয়েছেন ফুমিও কিশিদা। এর মধ্যে দিয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন তিনি। খবর বিবিসি।

ফুমিও কিশিদা দলটির বর্তমান প্রেসিডেন্ট ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হবেন। সুগা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার এক বছর পর দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রধান দায়িত্ব হবে আগামী নির্বাচনে দলকে বিজয়ী করা।

বিজ্ঞাপন

জনগণের বিরোধীতা সত্ত্বেও টোকিওতে অলিম্পিকের আয়োজন করার করাণে দলটির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।

ফুমিও কিশিদা এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। দলটির প্রেসিডেন্ট পদের জন্য তারো কোনো’কে পরাজিত করেন তিনি। তারো এই পদের জন্য জনপ্রিয় প্রার্থী ছিলেন।

আগামী নির্বাচনে এলডিপি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন ফুমিও কিশিদা। তিনি দীর্ঘ দিন ধরে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন। গত দলীয় নির্বাচনে ইয়োশিহিদে সুগার কাছে হেরে গিয়েছিলেন কিশিদা।

জাপানের নতুন প্রধানমন্ত্রীকে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং উত্তর কোরিয়ার হুমকিসহ বিভিন্ন কঠিন সমস্যা মোকাবিলা করা হবে।

সারাবাংলা/এনএস

জাপান টপ নিউজ ফুমিও কিশিদা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর