Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবর মাসজুড়ে লায়ন্সের সেবা কর্মসূচি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:২৫

চট্টগ্রাম ব্যুরো : অক্টোবরকে ‘সেবা মাস’ ঘোষণা দিয়ে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে লায়ন্স ক্লাবের চট্টগ্রাম জেলা কমিটি।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জামালখানে সিনিয়রস ক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। লায়ন্স জেলা গভর্নর আল সাদাত দোভাষের পক্ষে লিখিত বক্তব্য পড়েন এমডিএম মহিউদ্দিন চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২ অক্টোবর বিকেল ৪টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম থেকে র‌্যালির মধ্য দিয়ে সূচনা হবে সেবা মাসের। ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন লায়ন্স ৩১৫-বি৪ চট্টগ্রাম জেলার ৮৪টি ক্লাবের মাধ্যমে ক্লাব বিভিন্ন সেবামূলক কর্মসূচী পালন করা হবে। লায়ন্সের চট্টগ্রাম জেলার প্রায় ২ হাজার ৭০০ সদস্য এসব কার্যক্রমে যুক্ত থাকবেন।

প্রতিবছর দেশের একজন গভর্ণর দেশের বিদ্যমান পরিস্থিতিতে একটি নির্দিষ্ট বিষয়ে ডাক দিয়ে থাকেন। ২০২১-২০২২ বছরে চট্টগ্রামে ‘মানবতা মানবসেবা’র ডাক দেওয়া হয়েছে। সেবা মাস ‍উপলক্ষে অন্ধত্ব নিবারণে লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে ৯০টি ক্লাবের মাধ্যমে চট্টগ্রামের ১৫ উপজেলায় একাধিক আই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ৫০০ গরীব রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া চাইল্ডহুড ক্যান্সার প্রতিরোধ, ক্ষুধা নিবারণ, ডায়াবেটিস সচেতনতা, শিক্ষা সামগ্রী বিতরণ, খৎনাসহ আরও নানা আয়োজন থাকছে অক্টোবর মাসজুড়ে।

প্রেস কনফারেন্স কমিটির মেম্বার সেক্রেটারি হাসান আকবরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল ইসলাম। এসময় লায়ন্স ক্লাবের পক্ষে কামরুন মালেক, নাসিরুদ্দিন চৌধুরী, রূপম কিশোর বড়ুয়া, ডা. শিব প্রসাদ বিশ্বাস, এসএম শামসুদ্দিন চৌধুরী, মোস্তাক হোসাইন, আবু বকর সিদ্দিকী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম লায়ন্স ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর