Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরায় হটলাইন সার্ভিস চালুর আগ্রহ কিমের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২১ ১১:১৬

দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরায় হটলাইন যোগাযোগ স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খবর বিবিসি।

একইসঙ্গে ‘শত্রুতাপূর্ণ নীতি’ পরিহার না করে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন কিম জং-উন। দেশটির বার্ষিক পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় কিম জং-উন এই আগ্রহের কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ‘কূটনৈতিক সম্পৃক্ততা’র কথা বলছে… কিন্তু এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে ধোঁকা দেওয়া এবং মার্কিন প্রশাসনের ধারাবাহিক উত্তর কোরিয়া বিরোধী কর্মকাণ্ড ও শত্রুতাপূর্ণ নীতির সম্প্রসারণ গোপনা করার কৌশল ছাড়া এটি আর কিছুই নয়।

তবে দক্ষিণ কোরিয়াকে শর্ত সাপেক্ষে নিজেদের মধ্যে সম্পর্ক পুনরায় স্থাপনের প্রস্তাব দিয়েছে কিম জং-উন। কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-দক্ষিণ কোরিয়ার সম্পর্কের অবনতির কারণে বিচ্ছিন্ন করা যোগাযোগের লাইন আগামী অক্টোবরে পুনরায় চালু করার ইচ্ছা প্রকাশ করেন কিম।

গত সপ্তাহ কিম জং-উনের বোন জানিয়েছিলেন, শত্রুতাপূর্ণ নীতি পরিহার করলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে ইচ্ছুক উত্তর কোরিয়া। তার এই মন্তব্যের পর কিম হটলাইন যোগাযোগ পুনরায় প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করলেন।

এর আগে গত আগস্টে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার প্রতিবাদে প্রতিবেশী দেশটির সঙ্গে ইটলাইন যোগাযোগ বন্ধ করে দেয় পিয়ংইয়ং।

সারাবাংলা/এনএস

উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া হটলাইন সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর