Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হালুয়াঘাটে ট্রলি উল্টে ২ নির্মাণ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: হালুয়াঘাটে ট্রলি উল্টে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

হালুয়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের গাজীপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে হারুন আলী (৬০) ও ওয়াহেদ আলীর ছেলে হাবিবুর (৩০)। আহত তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনেরা জানান, ৭ থেকে ৮ জন নির্মাণ শ্রমিক ট্রলি দিয়ে হালুয়াঘাটের ধারা বাজার যাওয়ার পথে নড়াইল ইটাখলা নামক স্থানে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ৫ জন আহত হয়। পরে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওসি শাহিনুজ্জামান খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ট্রলিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

টপ নিউজ নির্মাণ শ্রমিক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর