Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতাসের সাবেক জিএমের বিরুদ্ধে চার্জশিট দাখিল


১৩ ডিসেম্বর ২০১৭ ১৮:২৮

স্টাফ করেসপন্ডেন্ট

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক জিএম মো. মনজুরুল হকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন।

বুধবার এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক সেলিনা আখতার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এর আদালতে চার্জশিটটি দাখিল করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, দুদকের দাখিল করা সম্পদ বিবরণীতে ৬০ লাখ ৭৫ হাজার ৩০০ টাকার সম্পদের তথ্য গোপন ও ৮০ লাখ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ গোপন করার প্রমাণ পেয়েছে দুদক।

১৯৮০ সালের ১৭ জুন মনজুরুল হক তিতাস গ্যাস ট্রান্সমিশনে সহকারী প্রকৌশলী পদে চাকরিতে যোগদান করেন। ২০১৫ সালের ১৮ আগস্ট পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার (জিএম) পদ থেকে অবসরে যান।

২০১৬ সালের ১৯ মে মনজুরুল হককে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। ১৮ অক্টোবর দুদকে তিনি সম্পদ বিবরণী দাখিল করেন।

তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৪০ লাখ ২শ ২৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮০ লাখ টাকা আয়কর নথিতে প্রদর্শন করলেও উক্ত সম্পদের উৎসের বর্ণনা করতে পারেননি।

ওই ঘটনায় সেলিনা আখতার  ২০১৭ সালের ৪ জানুয়ারি রমনা মডেল (ডিএমপি) থানায় মামলা দায়ের করেন।

 

সারাবাংলা/এআই/এমআই


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর