Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় দশক আগের খুনের মামলায় ২ ভাইয়ের ফাঁসি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪২

চট্টগ্রাম ব্যুরো: বিরোধপূর্ণ জায়গায় নির্মাণকাজে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে রক্তাক্ত জখম করে খুনের ঘটনায় দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই মামলায় তাদের আরেক ভাইসহ দু’জনকে যাবজ্জীবন এবং দুই নারীসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এ রায় দিয়েছেন।

বিজ্ঞাপন

দণ্ডিতরা হলেন- বাদশা মিয়া (৫২), মহিউদ্দিন (৪১), আব্দুল বারেক (৬১), হুমায়ন কবির (৩৮), সাদিউল হক (৪৮), খায়রুল আলম (৫৬), জেসমিন আক্তার (৪২) ও লিপি আক্তার (৩৯)।

এদের মধ্যে বাদশা মিয়া ও মহিউদ্দিনের দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তারা নগরীর পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকার ইউসুফ বলির বাড়ির মৃত ভোলা মিয়ার ছেলে। ভোলা মিয়ার আরেক ছেলে হুমায়ন কবির এবং একই এলাকার আব্দুল বারেকের একই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

ভোলা মিয়ার আরেক ছেলে সাদিউল হক এবং একই এলাকার খায়রুল আলমের দণ্ডবিধির ৩২৩ ধারায় তিন বছর, ১৪৮ ধারায় ছয় মাস এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড হয়েছে। জেসমিন আক্তার ও লিপি আক্তারের ৩২৩ ধারায় তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে, ২০০৫ সালের ১৭ মে নগরীর পতেঙ্গা থানার কাটগড় বাজারের পাশে বাদির দখলে থাকা সম্পত্তিতে নির্মাণকাজ করতে যান বাদশা মিয়া ও তার পরিবারের লোকজন। এসময় বাদি জাহিদুল আলম ও তার বড় ভাই আব্দুল নবী তাদের বাধা দেন। বাদশা মিয়ার সঙ্গে যাওয়া তার পরিবারের লোকজন তাদের লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুল নবীকে ‍মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এই ঘটনায় জাহিদুল আলমের দায়ের করা মামলা তদন্ত শেষে পুলিশ আটজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। ২০০৬ সালের ১৯ মার্চ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার ‍শুরুর আদেশ দেন আদালত।

সারাবাংলা/আরডি/এমও

২ ভাইয়ের ফাঁসি খুনের মামলা টপ নিউজ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর