Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা যাচ্ছে আটলান্টিকে

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৯

স্পেনে কুমব্রে ভিয়েজা আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণের ভয়াবহ রূপ দেখছে লা পামা দ্বীপ। আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত লাভা পৌঁছে যাচ্ছে আটলান্টিক মহাসাগরে। ফলে বিষাক্ত গ্যাস ছড়িয়ে বিস্ফোরণের শঙ্কা দেখা দিয়েছে।

বিবিসি জানায়, আটলান্টিক মহাসাগরের প্লেয়া নুয়েভা এলাকায় আগ্নেয়গিরির গরম লাল লাভা গিয়ে পড়ায় সেখান থেকে বাষ্পের ঘন সাদা মেঘ উড়তে দেখা যাচ্ছে। এ থেকে রাসায়নিক বিক্রিয়া ঘটে মানুষের চোখ এবং ত্বকে জ্বালাপোড়া এমনকি শ্বাস-প্রশ্বাসের সমস্যাও হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

এর আগে, স্পেনের ক্যানারি দ্বীপে গত ১৯ সেপ্টেম্বরে জেগে ওঠে কুমব্রে ভিয়েজা আগ্নেয়গিরি। তখন থেকে এ পর্যন্ত উত্তপ্ত লাভায় ধ্বংস হয়েছে শত শত ঘরবাড়ি। বিস্তীর্ণ এলাকা লাভার গ্রাসে চলে যেতে থাকায় উপদ্রুত এলাকা থেকে প্রায় ছয় হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপারনিকাস সার্ভিস এক হিসাব দিয়ে বলেছে, লাভা ২৬৭ হেক্টর (২.৭ স্কয়ার মাইল) এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এবং মহাসাগরে গিয়ে পড়ার পথে ৬৫৬ ঘরবাড়ি বিলীন হয়েছে।

ক্যানারি দ্বীপের আগ্নেয়গিরি বিষয়ক ইনস্টিটিউট (ইনভলক্যান) এক টুইটার বার্তায় জানিয়েছে, আগ্নেয়গিরির লাভা আটলান্টিক মহাসাগরে পড়ছে। স্থানীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, লাভার স্রোত সাগরের পানিতে পড়ে বিপুল পরিমাণ বাষ্প এবং গ্যাস সৃষ্টি করছে।

তাছাড়া, পানিতে লাভা মিশে বিস্ফোরণ এবং উপকূলরেখা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ক্যানারি দ্বীপের প্রেসিডেন্ট বলেছেন, ৬০০ মিটার চওড়া লাভার স্রোত কিছু এলাকার জমি পুড়িয়ে দিয়েছে। ফুটন্ত লাভা সমুদ্রে মেশায় গবেষকরা মনে করছেন, এতে মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়বে সামুদ্রিক প্রাণিকুল। পরিবেশের বড় বিপর্যয়েরও সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে লোনা পানি আর লাভার সংমিশ্রণে গোটা এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ থেকে রক্ষা পেতে উপকূলের বাসিন্দাদেরকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং বাড়ির দরজা, জানালা সব টেপ এবং ভেজা তোয়ালে দিয়ে বন্ধ করে রাখতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, লা পামা দ্বীপের অধিবাসীদের জন্য ত্রাণ সমন্বয় করতে তিনি শিগগিরিই সেখানে যাবেন।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর