চবি থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলা তলা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। প্রক্টর অধ্যাপক অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলা ঝুপড়ির ওদিক থেকে দুজন লোক শসা নিয়ে এসেছিল। শশা কত টাকা করে বিক্রি করবেন জিজ্ঞেস করলে তারা বলে, শশা বিক্রি করা যাবে না। এ সময় তারা দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করছে। তাদের আচরণ দেখে সন্দেহ হলে লোকজন আটকায়। পরে তাদের শশার ঝুড়ির মধ্যে হরিণের মাংস পাওয়া যায়। এক পর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা ওই মাংস রেখে পালিয়ে যায়।
প্রক্টর রবিউল বলেন, ‘দুপুর একটার দিকে শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে প্রক্টরিয়ার বডির সদস্যরা ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করে। কিন্তু যারা মাংস নিয়ে এসেছিল, তারা পালিয়ে গেছে। মাংস ফরেস্ট অফিসে পাঠাব। এসব কাজে কারা জড়িত তা খুঁজে বের করা হবে।’
সারাবাংলা/সিসি/পিটিএম