সস্তার মোটরসাইকেল যাচাই করে কিনুন: ডিবি
৪ এপ্রিল ২০১৮ ১৭:৫৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: কম দামে মোটরসাইকেল কেনার আগে ক্রেতাকে কাগজপত্র যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. আবদুল বাতেন।
বুধবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আবদুল বাতেন বলেন, অনেকেই কম দামে মোটরসাইকেল পেয়ে কিনে থাকেন। তারা সাধারণত মোটর সাইকেলের কাগজপত্র যাচাই করেও দেখেন না। এমনটি হলে ক্রেতা পরবর্তীতে আইনি জটিলতায় পড়তে পারেন।
তিনি বলেন, পুলিশ যখন অনুসন্ধান করে একটি চোরাই মোটর সাইকেল খুঁজে বের করে, তখন এর মালিক জানায় সেটি অন্য আরেক জনের কাছ থেকে কেনা হয়েছে। তখন মোটরসাইকেলের মূল মালিককে খুঁজে বের করতে হয়। এ ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা দুইজনই অপরাধী। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
এর আগে মঙ্গলবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব ও পশ্চিম বিভাগ কামরাঙ্গীরচর, নিউমার্কেট ও ডেমরা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৮ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম বিভাগ ১২টি চোরাই মোটরসাইকেলসহ রাজিব মুন্সি, আবদুর রহিম, জাকির হোসেন ও মোক্তার হোসেনকে গ্রেফতার করে। অন্যদিকে ডিবির পূর্ব বিভাগ গ্রেফতারদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
আবদুল বাতেন বলেন, ‘মোটরসাইকেল চোর চক্রের মূল টার্গেট হলো মেডিকেল কলেজ এলাকাগুলো। কারণ এসব এলাকায় মেডিকেল রিপ্রেজেন্টিটিভসহ অন্যদের মোটরসাইকেল সারিবদ্ধভাবে রাখা থাকে। এতো মোটরসাইকেলের মধ্যে কেউ খেয়াল করতে পারে না, আর তখনই তারা (চোর) দ্রুততম সময়ের মধ্যে চুরি করে।’
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, চক্রটি চুরি করা মোটরসাইকেল মাদারীপুর শিবচর, শরীয়তপুর ভবেরচর, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেখে বিক্রি করে। তাদের অন্য আরেকটি দল এ কাজটি করে। এই চক্রটি মোটরসাইকেলের নতুন নম্বর বানিয়ে বিক্রি করে। তবে চেসিসের নম্বরের সঙ্গে নম্বর প্লেটের কোনো মিল থাকে না। তাদের ধরতে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
সারাবাংলা/এসআর/ এমএইচ/এমএস