Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ২৩ পোর্টাল ও ৬২ পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি

স্পেশাল করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২১ ০৯:১০

ফাইল ছবি

ঢাকা: আরও ২৩ পোর্টাল ও ৬২ পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি দুটিতে এসব পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। এর আগে ২০২০ সালে তিন দফায় সব মিলিয়ে ১৭৭টি নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

এরমধ্যে ওই বছরের ৩১ জুলাই প্রথম দফায় ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর ৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় নিবন্ধনের অনুমতি পায় ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ। এরপর ২৯ নভেম্বর তৃতীয় দফায় ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়।

এর আগে গত বছরের ১৭৭টি আর আজকের ৮৫টি মিলিয়ে নিবন্ধনের অনুমতি পেল মোট ২৬২টি নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন সংস্করণ।

সারাবাংলা/জেআর/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর