Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২১ ২০:১৭

নারায়ণগঞ্জ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান সরকার জবরদস্তিমূলক দখলদার সরকার। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে না বিএনপি।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের উপজেলার পাচঁরুখী এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাবা মোস্তাফিজুর রহমানের কুলখানি উপলক্ষে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘যদি একটি নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়, তবে তার অধীনে নির্বাচন হতে পারে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে সবার কাছে গ্রহণযোগ্য একটি কমিশন তৈরি করতে হবে। তাহলেই নির্বাচন করা সম্ভব।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিএনপি’র এ নেতা বলেন, ‘এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘এই দেশে গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই। বিরোধী দলগুলো তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো স্পেস পাচ্ছে না। শুধু বিএনপি নয়, সমস্ত রাজনৈতিক দলগুলো একটি দুর্বিষহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে।’

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় নেতারা।

সারাবাংলা/এমও

দখলদার বর্তমান সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর