কাল দেশে আসছে কোভিশিল্ডের ৭ লাখ ৯০ হাজার ডোজ ভ্যাকসিন
১ অক্টোবর ২০২১ ২১:০৫
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। এই কার্যক্রমে যুক্ত হতে যাচ্ছে আরও সাত লাখ ৯০ হাজার ডোজ ভ্যাকসিন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনাকার ফর্মূলায় প্রস্তুত কোভিশিল্ডের পরিচিত এই ভ্যাকসিন দেশে পৌছাবে শনিবার (২ অক্টোবর)।
শুক্রবার (১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল শনিবার বিকেল ৫টায় জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের বিমানে করে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন দেশে আসবে।
এসব ভ্যাকসিন গ্রহণ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
ভ্যাকসিন গ্রহণ ও আনুষ্ঠানিক কাজ শেষে গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলবেন বলেও জানানো হয়েছে।
সারাবাংলা/এসবি
অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড ভ্যাকসিন স্বাস্থ্য মন্ত্রণালয়