Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ারে শেখ হাসিনাকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর সমাপ্তি

স্পেশাল করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২১ ২১:২৩

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ‘অপ্রতিরোধ্য শেখ হাসিনা’ শীর্ষক চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শেষ হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর জিইসি মোড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাপনী অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির ইতিহাসে ঘৃণ্যতম দিন। সেদিন শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে যান। এর ফলে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশের উন্নয়নের কাণ্ডারি হিসেবে পেতে সক্ষম হয়েছে।’

বিজ্ঞাপন

‘শেখ হাসিনাকে পৃথিবী থেকে বারবার সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় আসার অনেক আগেই যখন শেখ হাসিনা বাংলার মানুষের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম শুরু করেছিলেন, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি তাঁকে হত্যা করার প্রচেষ্টা হয়। জনগণ মানবব্যুহ রচনা করে তাঁকে রক্ষা করেছিল। ২২ জন আত্মবিসর্জন দিয়েছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট তাঁর উপর নেমে এসেছিল রাষ্ট্রীয় সন্ত্রাস, যাতে তিনি ১৯৯৬ সালের মতো আবার ক্ষমতায় ফিরে আসতে না পারেন।’

পার্বত্য শান্তিচুক্তি এবং ভারতের সঙ্গে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির জন্য শেখ হাসিনা অবিস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেন অনুপম সেন।

গত ১২ বছরে শেখ হাসিনার অর্জন তুলে ধরে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির জন্য প্রথম প্রকৃত রাষ্ট্র সৃষ্টি করেন। সেই রাষ্ট্রটিকে আজ বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন তারই কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার শাসনকাল বাঙালির ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহীত উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ট্রেজারার এ কে এম তফজল হক। এসময় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খুরশিদুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন তৌফিক সাঈদ, উপাচার্যের উপদেষ্টা ও প্রধান প্রকৌশলী আবু তাহের, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এমও

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর