Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ব্যাপক মৃত্যু: নিবিড় পর্যবেক্ষণে ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর ২০২১ ২২:৩০

রাশিয়ায় নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রাদেশিক সরকারগুলো নানান পদক্ষেপ নিতে শুরু করেছে। আর করোনা মোকাবিলায় স্থানীয় সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ক্রেমলিন।

শুক্রবার (১ অক্টোবর) বার্তা সংস্থা তাসকে এ তথ্য নিশ্চিত করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

পেসকোভ বলেন, করোনা মোকাবিলায় এক এক প্রদেশ এক এক ধরনের পদক্ষেপ নিচ্ছে। প্রেসিডেন্টসহ প্রশাসনের সবাই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সম্প্রতি রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা বাড়ছে এ বিষয়টি স্বীকার করে নিয়ে তিনি বলেন, পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তবে, তা ২০২০ সালের বসন্তকে ছাড়িয়ে যায়নি জানিয়ে সংবাদ মাধ্যমকে আশ্বস্ত করেন ওই ক্রেমলিন কর্মকর্তা।

পাশাপাশি, সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রাদেশিক সরকার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীনতা ভোগ করছে জানিয়ে পেসকোভ বলেন এখনই দেশব্যাপী বিধিনিষেধ আরোপের মতো পরিস্থিতি তৈরি হয়নি।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় রাশিয়ায় ২৪ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮৮৭ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হলেন ৭৫ লাখ ৩৫ হাজার ৫৪৮ জন। আর মারা গেছেন দুই লাখ আট হাজার ১৪২ জন।

সারাবাংলা/একেএম

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর