Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২১ ২২:৩৪

নোয়াখালী: বেগমগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে মাকসুদুল আলম (২১) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে শুক্রবার (১ অক্টোবর) বখাটে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, ভুক্তভোগী ওই শিক্ষার্থী উপজেলার হানিফ ভুঁইয়া স্কুল অ্যান্ড কলেজে পড়ে। সে স্কুলে যাওয়া আসার পথে অভিযুক্ত যুবক তাকে উত্ত্যক্ত করত। লিখিত অভিযোগ পেয়ে একইদিন সকালে বখাটে যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার।

সারাবাংলা/এমও

উত্ত্যক্ত কারাদণ্ড নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর