Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেট গেমিং অ্যাপ ‘হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল’ উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২১ ০২:০২

ঢাকা: উদ্বোধন হলো বাংলাদেশে তৈরি প্রথম লিজেন্ডারি ক্রিকেট অ্যাপ ‘হাউজ্যাট মুশি দ্য ডিপেন্ডেবল’। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের উপস্থিতিতে গেমিং অ্যাপটি উদ্বোধন করা হয়। চলতি মাসের ১৫ তারিখ থেকেই ক্রিকেটপ্রেমীরা গুগল প্লে স্টোর থেকে গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন আমি খুবই খুশি এবং চমকপ্রদ যে বাংলাদেশে এত সুন্দর গেম তৈরি করা হয়েছে। আমি যখন এই গেমিং অ্যাপটি উদ্বোধন করার আমন্ত্রণ পেলাম তখন জানলাম,দেশের ছেলেরা একটা গেমিং অ্যাপ তৈরি করেছে। আমি দেখলাম এটা একটি বিশ্বমানের গেম।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, মুশফিকুর রহিম যেভাবে আমাদের দেশকে অনেক জয় এনে দিয়েছেন, আগামী দিনে তার নেতৃত্ব গেমিং বিশ্বেও আমরা নেতৃত্বে দিতে পারি, আমি এই প্রত্যাশা করছি। তিনি জানান, অল্পদিনের মধ্যেই বাংলাদেশে বিলিয়ন ডলারের গেমিং-এর বাজার তৈরি হবে এবং লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এজন্য এরইমধ্যে আইসিটি ডিভিশন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা ছাড়াও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

তিনি বলেন, একটি দেশে গেমিং ইন্ডাস্ট্রিকে জনপ্রিয় করে তোলার জন্য প্রয়োজন ইন্টারনেটের সাবস্ক্রাইবার। আমাদের সৌভাগ্য যে ১২ বছর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এর ভিশন ঘোষণা করেন। ওই সময় বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৫৬ লক্ষ যা বর্তমানে ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যখন আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছি এবং ডিজিটাল বাংলাদেশের রূপকল্প পূরণের আমরা চূড়ান্ত বছরে অবস্থান করছি তখন এই সংখ্যা ১২ কোটি ছাড়িয়ে গিয়েছে।

বিজ্ঞাপন

কেপিসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান কাজী সাজেদুর রহমান জানান, গেমিং অ্যাপটির বেটা ভার্সন গুগল অ্যাপ স্টোরে আপলোড করা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় ১ লাখ ৬০ হাজারের বেশি সাবসক্রাইবার যুক্ত হয়ে এক সপ্তাহে ৫০ লাখ বার খেলা হয়েছে গেমটি।

ঘরে বসে মাঠের অনুভূতি দেওয়ার জন্য যুক্ত করা হয়েছে হাইডেফিনেশন গ্রাফিক্স। গেমটির মাল্টিপ্লেয়ার মোডে লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনলাইনে থাকা বন্ধুদের নিয়ে সেখানে চার বা আট জনের টিম তৈরি করা যাবে। তারা নিজেদের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ বা টুর্নামেন্ট খেলতে পারবে এবং চাইলে সেটা সরাসরি নিজের ফেসবুক বা ইউটিউব থেকে লাইভ স্ট্রিমিং করতে পারবে।

মুশফিকুর রহীম বলেন, গেমসের কথা শুনেই আমি এক্সাইটেড। কারণ, আমাদের দেশে প্রথম কোনো গেমিং অ্যাপ তৈরি হচ্ছে। আর যেহেতু আমার নামে গেমসটা সেহেতু ভালো লাগাটা আরও বেশি কাজ করে। আর আমি নিজেও অনলাইনে অনেক গেমস খেলি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গেমিং অ্যাপটির নির্মাতা ও উদ্যোক্তা কেপিসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান কাজী সাজেদুর রহমান, গেমিং অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা ও টারটেইল সলিউশনসের চেয়ারম্যান খান রিফাত সালাম এবং বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর